বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১, ০৫:৩২ অপরাহ্ন
বিএনপির রিজভী আহমেদ বলেছেন, জনগণ ও গণতন্ত্রকে বলি দিয়ে প্রহসনের নির্বাচনের জালিয়াতির ফল নিয়ে উৎসব আর উল্লাস করছে ক্ষমতাসীনরা। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী আহমেদ।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন সরকার নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, এমনকি আদালতকে ব্যবহার করে আর একটা পার্ট হচ্ছে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ কয়েকজন এই একতরফা, জনগণবিরোধী, অগণতান্ত্রিক মহাভোট ডাকাতির, মহাভোট জালিয়াতির নির্বাচন করেছে। সুতরাং এটা তো খুব সুস্পষ্ট, তারা তো সেই উৎসব করবেই।