শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৫৫ অপরাহ্ন
সদ্যসমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের বিরোধী দলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে নির্বাচনকালে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বিশ্বসংস্থাটি।
জাতিসংঘের মুখপাত্র বলেন, ‘সহিংসতা এবং জনগণ ও সম্পত্তির ওপর হামলা গ্রহণযোগ্য নয়।’
১০ বছরের মধ্যে প্রথমবারের মতো সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনের ওপর সোমবার এক বার্তায় জাতিসংঘ মুখপাত্র বলেন, ‘সাধারণ নির্বাচনে সহিংস ঘটনা এবং অনিয়ম প্রতিবেদন সম্পর্কে অবগত রয়েছে জাতিসংঘ। নির্বাচনী প্রচারণাকালে ও নির্বাচনের দিন প্রার্থী ও ভোটারদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় আমরা দুঃখিত।’
শান্তিপূর্ণভাবে এবং আইনি উপায়ে নির্বাচনের অভিযোগগুলো মোকাবেলা করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি উৎসাহ জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘ মুখপাত্র আরও বলেন, ‘আমরা সংযম চর্চা ও শান্তিপূর্ণ নির্বাচনী পরবর্তী পরিবেশ নিশ্চিত করার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, যেখানে মানুষ তাদের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখতে পারবে।’
নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে।