সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৮:৩৯ পূর্বাহ্ন
চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে ছাত্রলীগ ও পুলিশের কয়েক দফা হামলায় চট্টগ্রাম-১ আসনের বিএনপি প্রার্থী নুরুল আমিনসহ ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপির নির্বাচনী মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে নুরুল আমিন মুহুরী প্রজেক্ট বাজারে নেতা-কর্মীদের নিয়ে অবস্থানকালে সশস্ত্র ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়। পরে নুরুল আমিন নেতা-কর্মীদের নিয়ে সদর মা দীঘি এলাকায় গেলে তাদের ওপর দ্বিতীয় দফায় হামলা করা হয়।
এক পর্যায়ে বিএনপি নেতা-কর্মীরা পুলিশের সহযোগিতা চাইলে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উল্টো ছাত্রলীগ নেতা-কর্মীদের সাথে যোগ দিয়ে বিএনপি নেতা-কর্মীদের মারধর করে। পুলিশ-ছাত্রলীগের দফায় দফায় হামলায় ধানের শীষ প্রার্থী নুরুল আমীনসহ অন্তত ১০ নেতা-কর্মী আহত হন, যোগ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
হামলায় আহত শওকত ও মোজাম্মেলসহ কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে মীরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূইয়া বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব। (ইউএনবি)