চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে পেট্রোল বোমাসহ দুইজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ’র গোয়েন্দা (উত্তর) বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ জাবেদ (৪০) ও মোঃ রুহুল আমিন (৪১)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৮টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
২৬ ডিসেম্বর, ২০১৮ দিবাগত রাত ০২.২৫ টায় চট্টগ্রামের খুলশী থানার সিডিএ এভিনিউ রোডের টাইগারপাস এজেন্সীজ লিঃ পেট্রোল পাম্পের পশ্চিম পার্শ্বে পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সাধারণ জনগণের জানমাল ও সরকারি সম্পত্তি ক্ষতিসাধন করার উদ্দেশ্যে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে জনগণের মাঝে আতংক সৃষ্টি করার উদ্দেশ্যে পেট্রোল বোমাসহ সমবেত হয়েছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।