রবিবার, ০৭ মার্চ ২০২১, ১২:৩৪ পূর্বাহ্ন
আগামী ৩০ ডিসেম্বর ভোটের দিন সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচনের দায়িত্ব পালনের জন্য সাংবাদিকরা ইতিমধ্যেই স্টিকার ও কার্ড পেয়েছেন। ওই কার্ড প্রদর্শন করে সাংবাদিকরা তাদের মোটরসাইকেল চালাতে পারবেন।বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপপরিচালক (জনসংযোগ) আসাদুল হক জানান ভোটের দিন সাংবাদিকরা মোটরসাইকেলে কমিশনের অনুমোদিত স্টিকার লাগিয়ে খবর সংগ্রহ করতে পারবেন।