শনিবার, ০৬ মার্চ ২০২১, ০২:২৯ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এসএম আকরামের সংবাদ সম্মেলন শেষে নাগরিক ঐক্যের দুই কেন্দ্রীয় নেতাকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার ও কেন্দ্রীয় নেতা ডা. জাহিদুর রহমান।
বুধবার সন্ধ্যায় নগরীর থানা পুকুরপাড় এসএম আকরামের নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে সংবাদ সম্মেলন শেষে তাদের আটক করে সদর থানা পুলিশ।
এ বিষয়ে সদর মডেল থানার ডিউটি অফিসার এসআই প্রবীর কুমার রায় বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুই নেতাকে আটক করেছে পুলিশ। তবে কিসের জিজ্ঞাসাবাদ তা জানাতে পারেননি তিনি।
এদিকে ঐক্যফ্রন্টের প্রার্থী ও নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম বলেন, আটক দুই নেতার বিরুদ্ধে কোনো মামলা নেই। তারা ঢাকা থেকে এসেছেন। সংবাদ সম্মেলন করে নিচে নামার পরপরই তাদের দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
(ইউএনবি)