রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৬:১৩ অপরাহ্ন
হায়দরাবাদ বিস্ফোরণ কাণ্ডে জড়িত লস্কর জঙ্গি শেখ সমীরের ফাঁসির সাজা ঘোষণা করল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার সীমান্ত শহর বনগাঁ মহকুমা আদালত৷ এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে দোষীর৷ দীর্ঘ সওয়াল জবাবের পর গত মঙ্গলবারই দোষী সাব্যস্ত করা হয় তাকে ।
ভারতীয় বংশোদ্ভূত এই কুখ্যাত লস্কর জঙ্গি শুধু এই মামলায় নয়, দেশের আরও দু’টি বড় নাশকতার মামলায় মোস্ট ওয়াটেন্ড৷ সিআইডি সূত্রে জানা গেছে, শেখ সমীর তদন্তকারীদের কাছে স্বীকার করে লস্কর-ই তৈবার কম্যান্ডার ছিল সে। হায়দরাবাদে মক্কা মসজিদ বিস্ফোরণের ছক সে নিজে সজিয়েছিল। লস্কর জঙ্গিরা কীভাবে দেশে ঢুকবে, কোথায় বিস্ফোরক মজুত করা থাকবে, কীভাবে হামলা চালানো হবে, গোটা অপারেশনের ব্লুপ্রিন্ট নিজের হাতে তৈরি করত শেখ সমীর। দীর্ঘ আইনি প্রক্রিয়ার শেষে শেখ সমীরকে দোষী সাব্যস্ত করলো ও রাজ্যের বনগাঁর মহকুমা আদালত। শেখ সমীরের মৃত্যুদণ্ড চেয়েছিলেন সরকারী আইনজীবী সমীর দাস, কিন্তু শনিবার তাকে ফাঁসির সাজা দেন বনগাঁ মহকুমা আদালতের বিচারক৷