নিউইয়র্কের একটি আদালত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার আগে আদালতে প্রতিটি অভিযোগেরই দোষ স্বীকার করেন কোহেন। এবং তিনি বলেন, ট্রাম্পের নির্দেশেই এসব কাজ করেছেন বলে দাবি করেছিলেন তিনি। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ব্যক্তিগত কৌঁশুলী মাইকেল কোয়েনের দন্ডবিধান প্রক্রিয়া হলো বুধবার দিন- দু’নারীর মুখ বন্ধ করার প্রয়াসে তাঁদেরকে ২ লক্ষ ৮০ হাজার ডলার অর্থ প্রদান, ট্রাম্পের সঙ্গে তাঁদের কথিত গূঢ় সম্পর্কের কথা ধমাচাপা দিতে এবং মস্কোয় আকাশচুম্পি অট্রালিকা নির্মান বিষয়ে ট্রাম্পের কর্মকান্ডের কথা ধামাচাপা দিতে মিথ্যাচার করার দায়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।৫২ বছর বয়সী কোয়েন ট্রাম্পের জন্যে কাজ করেছেন দীর্ঘ বারো বছর। তিনি একবার বলেছিলেন, গর্ব ভরে ট্রাম্পের জন্যে বুক পেতে গুলি নিতেও প্রস্তুত তিনি। কোয়েনের আইনজীবীরা বলেন, তাঁকে যেন কারাদন্ড না দেওয়া হয়, বলা হয় তিনি যাই করেছেন ট্রাম্পের প্রতি তাঁর প্রগাঢ় আনুগত্যের কারনেই তা করেছেন।
কোয়েন বলেন, ট্রাম্পের দুষ্কর্ম ঢাকতেই তিনি যা করার করেছেন। তিনি সকল অভিযোগের দায় স্বীকার করেন। আদালত তাঁকে তিন বছরের কারাদন্ড দিয়েছে।