সোমবার, ০১ মার্চ ২০২১, ০৯:১৭ পূর্বাহ্ন
চট্টগ্রাম নগরী ফিরিঙ্গীবাজার এলাকা হতে ইয়াবা ট্যাবলেট ও ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের বিশেষ টিম-২ ।
গ্রেফতারকৃতরা হলো- আব্দুল সালাম (৪২) ও মোঃ জুবায়ের হোসেন (২০)।
এ সময় তাদের হেফাজত হতে ১৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক উদ্ধার করা হয়।
৫ডিসেম্বর দুপুর ১.৪৫ টায় কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পণ্য পরিবহনের আড়ালে উদ্ধারকৃত ট্রাকে করে ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ হতে চট্টগ্রামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল । তারা দুজনেই ট্রাকের ড্রাইভার ও হেলপার ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।