মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৬:৩৯ অপরাহ্ন
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে নির্বাচন কমিশন কলঙ্কিত হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
সোমবার ঢাকায় নির্বাচন প্রশিক্ষকদের নিয়ে কর্মশালায় মাহবুব তালুকদার তাঁর বক্তব্যে এমন মন্তব্য করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।কোন ভাবেই নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত হতে দেয়া যাবেনা বলে তিনি উল্লেখ করেন।মাহবুব তালুকদার সবার জন্য সমান ভাবে আইন প্রয়োগের জন্য নির্বাচনী কর্মকর্তাদের সততা এবং দৃঢ়তার সাথে করার আহ্বান জানান। স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করে বলে উল্লেখ করে তিনি বলেন একটি শুদ্ধ নির্বাচনের মাধ্যমে সেই আকাঙ্ক্ষার বাস্তবতায়ন করে আসুন আমরা সবাই মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করি।