মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১, ০৪:০৪ অপরাহ্ন
ভারতের অাসামে জঙ্গি অনুপ্রবেশের সতর্কতা জারি । শুধু তাই নয় তল্লাশি শুরু হল অসমের বড়পেটায়। পাশাপাশি লাল সতর্কতা জারি মালদার ভারত-বাংলাদেশ সীমান্তেও।
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, জেএমবি জঙ্গিদের ১৫ জনের একটি দল ঢুকে পড়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমে। এনিয়ে ভারতকে সতর্ক করেছে প্রতিবেশী দেশও। অাসামের ধুবড়ি হয়ে বরপেটায় ওই দলটি এসে পৌঁছে গিয়েছে বলে খবর। সেখানেই তারা গা ঢাকা গিয়ে রয়েছে। ওই দলে রয়েছে জেএমবি শীর্ষ নেতা সালাউদ্দিন। ফলে গোটা বিষয়টি অনেকটাই গুরুত্ব পেয়েছে।জঙ্গি অনুপ্রবেশের খবর আসতেই বরপেটায় শুরু হয়েছে চিরুনি তল্লাসি। সতর্ক করা হয়েছে অাসামের অন্যান্য জেলাতে। প্রসঙ্গত বলা যেতে পারে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগরাগড়ে যে বিস্ফোরণ হয়েছিল তার মাস্টারমাইন্ড শাহনুর আলমকে গ্রেফতার করা হয়েছিল এই বরপেটা থেকেই। ফলে গোয়েন্দাদের নজরে রয়েছে এলাকাটি। পাশাপাশি ধুবড়ি থেকে বরপেটাকে জঙ্গিদের একটি সেফ জোন বলেও মনে করা হয়।অাসামের সতর্কতার আঁচ ইতিমধ্যে এসে পড়েছে রাজ্যের মালদা জেলাতে । ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তেও লাল সতর্কতা জারি করেছে দেশের সীমান্তরক্ষী বাহিনী। মালদা জেলার সীমান্ত এলাকায় অনুপ্রবেশের আশঙ্কায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তল্লাসি চালানো হচ্ছে অসম থেকে আসা একাধিক ট্রেনেও। সতর্ক করা হয়েছে রাজ্য প্রশাসনকেও। অাসাম ও উত্তরবঙ্গের অধিকাংশ ট্রেন মালদার ওপর দিয়ে যায়। ফলে ওইসব ট্রেনের ওপরে নজর রাখা হচ্ছে বলেই খবর।