বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৯:০০ পূর্বাহ্ন
ভারত সরকার দেশটি থেকে ৭ জন রোহিঙ্গাকে মিয়ানমারে পাঠানোয় এবং রোহিঙ্গাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়ায় রোহিঙ্গারা অত্যন্ত বিপন্ন বোধ করছেন।
ভারতে নিরাপত্তার অভাব, আর দেশে ফিরতে ভয় তাঁদের এতটাই গ্রাস করেছে যে, ইতোমধ্যে কয়েকশো রোহিঙ্গা ভারতের নানা জায়গায় আশ্রয় শিবির ছেড়ে পালিয়ে গিয়েছেন। সরকারি হিসেবে এদেশের বিভিন্ন জায়গায় আশ্রয় শিবিরে ৪০ হাজার রোহিঙ্গা আছেন। রাষ্ট্রপুঞ্জের অনুরোধ সত্ত্বেও ভারত তাঁদের শরণার্থীর মর্যাদা দিতে নারাজ।
তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরেই বলেছিলেন, তিনি রোহিঙ্গাদের শরণার্থী হিসেবেই দেখছেন। জম্মু, হরিয়ানা, দিল্লি এবং উত্তর-পূর্ব ভারতের শিবিরগুলোতে কিছু লোক গিয়ে রোহিঙ্গাদের হুমকি দিচ্ছে, কয়েকটি শিবির পুড়িয়েও দিয়েছে।