মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১২:০৭ অপরাহ্ন
নির্বাচনের পরিবেশ খুব ভালো রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যে যাই বলুক না কেন এবার সংঘাতপূর্ণ পরিবেশ নেই বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার বেলা আড়াইটার দিকে সিলেট জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। সরকারের বয়োজ্যেষ্ঠ এ মন্ত্রীর আসন সিলেট-১ থেকে তার অনুজ ড. এ কে আবদুল মোমেন এবার নির্বাচন করছেন।
মুহিত বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে দেশকে গড়ে তুলেছে তাতে এ নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে আওয়ামী লীগই জিতবে।’
বুধবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে সিলেট-১ আসনে মনোনয়ন পত্র জমা দেন অর্থমন্ত্রীর অনুজ ড. মোমেন। এসময় অর্থমন্ত্রীও তার সাথে ছিলেন।
সদর ও সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত সিলেট-১ আসন মর্যাদার আসন বলে খ্যাত। এ আসনে নৌকা নিয়ে নির্বাচন করবেন মোমেন।
ড. মোমেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত। বর্তমানে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।(ইউএনবি)