সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৯:১৩ পূর্বাহ্ন
আফগানিস্তানে কর্তৃপক্ষ বলছে যে একজন বন্দুকধারী কাবুলে সেখানকার শীর্ষ এক ইসলাম ধর্মীয় নেতাকে হত্যা করেছে। দেশের অন্যত্র বিদ্রোহ বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্র বাহিনীর একজন সদস্য এবং দু জন আফগান সৈন্য প্রাণ হারায়।
ঐ শহরের পুলিশের একজন মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে বলেছে যে তারা কাবুলের ধর্মীয় পরিষদের উপ-প্রধান মৌলভি আব্দুল বসির হাক্কানি, মৃতদেহ কাবুলের চেহেলসুতুন এলাকা থেকে উদ্ধার করে।
মুখপাত্র বাসির মুজাহিদ বলেন যে এই ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। তা ছাড়া এর কারণ নির্ণয়ের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। তবে কেউই তাৎক্ষণিক ভাবে এই মারণাঘাতি আক্রমণের দায় স্বীকার করেনি।হাক্কানি হত্যার ঘটনাটি , মঙ্গলবার কাবুলে আত্মঘাতী বিস্ফোরণের পর ঘটলো যা কীনা ধর্মীয় নেতা ও পন্ডিতদের সমাবেশে আঘাত হানে এবং এতে প্রায় জনা পঞ্চাশেক লোক নিহত হন। ঐ আক্রমণের দায় কেউ স্বীকার করেনি।
নেটোর Resolute Support বলেছে অন্য আরেকটি ঘটনায় আজ এক তৎপরতার সময়ে যুক্তরাষ্ট্রের একজন সৈন্য নিহত হয়। এই সংক্ষিপ্ত ঘোষণায় পরে আরো বিস্তারিত জানানোর প্রতিশ্রুতি দেওয়া হয়।