কলকাতার নিউটাউনের রাস্তায় অটোর মধ্যে এক যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক অটো চালকের বিরুদ্ধে। পথ চলতি দুই বাইক আরোহীর তৎপরতায় ওই যুবতী রক্ষা পেলেও, গোটা ঘটনায় কার্যত বেআব্রু হয়ে গেল নিউটাউন এলাকার নিরাপত্তা।
মঙ্গলবার গভীর রাতে নিউটাউন থানার পুলিশ একটি ফোন পেয়ে পৌঁছয় ইডেন কোর্ট সংলগ্ন এলাকায়। সেখানে পুলিশ কর্মীরা দেখেন এক যুবতী বিধ্বস্ত অবস্থায় বসে। পাশে দুই যুবক অন্য এক ব্যক্তিকে আটকে রেখেছেন।
ওই দুই যুবকের মধ্যে একজন ফোন করেছিলেন পুলিশকে। তিনি এবং তাঁর সঙ্গী পুলিশকে জানান যে, তাঁরা বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটো থেকে গোঙানির শব্দ কানে আসে। তাঁরা মোটরবাইক দাঁড় করিয়ে দেখেন, অটোর মধ্যে এক যুবতীর গলা চেপে ধরে তাঁকে চুপ করানোর চেষ্টা করছে এক যুবক। দুই বাইক আরোহী ওই যুবককে ধরে ফেলে থানায় খবর দেন।