শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০১:২৮ পূর্বাহ্ন
সরকার বিরোধী রাজনৈতিক জোট জাতীয় ঐক্য ফ্রন্টের নেতা ড. কামাল হোসেন নিজেদের ভোটের অধিকার রক্ষার লক্ষ্যে সারাদেশে ভোটকেন্দ্র পাহারা দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন।
শনিবার বিকেলে ঢাকায় জাতীয় আইনজীবী ঐক্য ফ্রন্ট আয়োজিত আইনজীবীদের সমাবেশে এমন আহ্বান জানিয়ে ড. কামাল হোসেন বলেন বর্তমান সরকার জোর করে ৫ বছর ক্ষমতা আঁকড়ে আছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর সরকার কর্তৃক আদালতে শিগগিরই নির্বাচনের প্রতিশ্রুতি দেবার কথা উল্লেখ করে তিনি বলেন এটা ছিল ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের সাথে ভাঁওতাবাজি।
এদিকে, সকালে ঐক্য ফ্রন্টের নেতা-কর্মীরা টাঙ্গাইল জেলার সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর মাজার জিয়ারত করেন। পরে ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন নির্বাচনকে ঘিরে চলমান সংকট আন্দোলনের মাধ্যমে সমাধান করা হবে।