বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০২:০০ পূর্বাহ্ন
ইতোপূর্বে পুরনো ঢাকায় সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ও নবকুমার স্কুল সংলগ্ন ঐতিহ্যবাহী মাঠে অস্থায়ী স্থাপনা অপসারণ এবং ভবিষ্যতে মাঠে যেন কোন প্রকার স্থাপনা না করা হয় তার দাবিতে অত্র এলাকার সাধারন মানুষ এবং এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ১১ নভেম্বর ২০১৮ রবিবার সকাল ১১ টায় মাঠ সংলগ্ন রাস্তায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শান্তিপূর্ণভাবে সেই কর্মসূচি পালিত হয়। বিভিন্ন সুরুচিপূর্ণ ব্যানার লিখনির মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ এলাকার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের ও মনোযোগ আকর্ষণ করা হয়। এলাকা থেকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বকারী সাবেক ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, হকি খেলোয়াড়গনও অত্যন্ত আবেগতাড়িত হয়ে এই অরাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, এলাকার শিশু, নবীন, প্রবীন, যুবা সকলেই এই মাঠের অস্তিত্ব রক্ষায় তাদের প্রচ- আবেগ প্রকাশ করেন।