গৌতম ঠাকুরগাঁও প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ের নির্বাচনী অফিসে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন
বাংলাদেশ আওয়ামী লীগের ঠাকুরগাঁও জেলার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান সহ সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন বাবু মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি ঠাকুরগাঁয়ের প্রথম গভর্নর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আলহাজ্ব ফজলুল করিম এমপির দ্বিতীয় সন্তান। এ্যাড.মকবুল হোসেন বাবু ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান ও জেলা আওয়ামী লীগের একজন বলিষ্ঠ কন্ঠস্বর ও সংগঠক। তিনি জেলা আওয়ামী লীগ সহ তৃণমূল মানুষের নেতা ও জন মানুষের হৃদয়ের স্পন্দন।তিনি আশা করেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়ন প্রদান করে দলকে সুসংগঠিত ও জন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে সুযোগ করে দিবেন। তিনি আরোও বলেন, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন দেশ ও গণতন্ত্র কে টিকিয়ে রাখতে ও উন্নয়নের ধারাকে গতিশীল করার লক্ষ্যে নৌকা প্রতীকের পক্ষে আমি সর্বাত্মকভাবে কাজ করে যাব।ইতিমধ্যে ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামীলীগের প্রেন্সিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, অরুনাংশু দত্ত টিটো,মো:মোশারুল ইসলাম সরকার, তাহমিনা আক্তার মোল্লা, ইন্দ্রনাথ রায়,দীপক কুমার রায়, সাহেদুল ইসলাম সাহেদ, রাজিউর রেজা খোকন চৌধুরী,নৌকা প্রতিকে মনোনয়ন পত্র ক্রয় করেছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।