মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৫:৪২ পূর্বাহ্ন
সকল উদ্বেগ ও সংশয়কে পেছনে ফেলে শেষ পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির সিনিয়র দুই নেতা জানান, শনিবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য ও দুই জোটের অংশীদারদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে শনিবার রাতে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রবিবার দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জোটের সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।
গত সাধারণ নির্বাচন বয়কট করা বিএনপি আগামী এক মাসের মধ্যে নির্বাচন পেছানোর জন্য রবিবার নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি পাঠাবে।
ঐক্যফ্রন্টের এক নেতা জানান, কয়েকটি শর্তসাপেক্ষে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ার কথা রয়েছে ড. কামাল হোসেনের, যার মধ্যে রয়েছে এক মাসের মধ্যে তফসিল পেছানের দাবি।
তিনি বলেন, আগামী ১৩ নভেম্বর নির্বাচন কমিশনের দিকে একটি পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিতে পারেন ড. কামাল, যাতে ইসি তাদের দাবি মেনে নিতে বাধ্য হয়।