সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৯:২১ অপরাহ্ন
আমেরিকার সীমান্ত অভিমুখী কাফেলার পরিশ্রান্ত সদস্যরা মেক্সিকো সিটিতে বিশ্রাম ও চিকিৎসা লাভের পর, Jesus Martinez Stadium থেকে শুক্রবার সকালে আবারো পথযাত্রা শুরু করেছে Iহন্ডুরাস, গুয়াতেমালা, এল সালভাদোর এবং নিকারাগুয়ার এসব অভিবাসন প্রত্যাশীরা জানান, তাদের দেশের চলমান সহিংসতা এবং দারিদ্র থেকে মুক্তি পেতেই তাদের এই বিপদসংকুল অভিযান I
স্টেডিয়ামে অনেকেই থেকে গিয়েছেন এই আশায় যে, জাতিসংঘ বা অন্যান্য কোনো সংস্থা তাদের হয়তোবা বাস পরিবহন দিয়ে তাদের এই উত্তরমুখী অভিযানে সহায়তা করবে, তবে অনেকেই অপেক্ষা না করে শুক্রবার অজানার পথে পাড়ি জমায় I