ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা বিএনপি’র আয়োজনে ১ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা বিএনপি’র কার্যালয়ে অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
পুলিশের কড়া পাহারার মধ্যে অনশন কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, বিএনপির নেতা আব্দুল হামিদসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে জেলা বিএনপির উপদেষ্ঠা সাবেক অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী জুস পান করিয়ে সবাইকে অনশন ভাঙ্গান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।