সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৬:৩২ পূর্বাহ্ন
বলিউড বাদশাশাহরুখ খান তার ৫৩তম জন্মদিন উপলক্ষে গতকাল বেশ জমকালো এক পার্টির আয়োজন করেছিলেন। তবে সেটি পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। শুক্রবার (২ নভেম্বর) মুম্বাইয়ের বান্দ্রায় ‘আর্থ ’ নামক নাইটক্লাবে এ পার্টির আয়োজন করা হয়।
জানা যায়, প্রশাসনিক নিয়মানুযায়ী শুক্রবার মুম্বাইয়ের কোনো নাইট ক্লাবে অনুষ্ঠিত পার্টি সাধারণত ভোররাত পর্যন্ত চলতে নিষেধাজ্ঞা রয়েছে। তাই পুলিশ রাত একটার পর নাইটক্লাবে অতিথিদের ক্লাব ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়ে যায়।
কিন্তু শাহরুখ ও তার বন্ধুরা রাত তিনটা অবধি নাচ গানে মেতে থাকেন। চলছিল বিকট জোরে গানবাজনা। সে সময় শাহরুখ অভিনীত ‘দিল সে ও ছাইয়াঁ ছাইয়া’ ছবির গানের সঙ্গে নাচতে দেখা যায় শাহরুখকে।
ভোররাত পর্যন্ত পার্টি চলছে দেখে আর্থ-এ ঢুকে পড়ে মুম্বাই পুলিশ। নাচ, গানের অনুষ্ঠানটি বন্ধ করে দেয় তারা।
কিছুক্ষণের মধ্যেই বন্ধুদের নিয়ে ক্লাবের বাইরে বেরিয়ে আসেন শাহরুখ। খবর জি নিউজ