শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০২:৫৭ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বলছেন আর মাত্র কয়েকদিনের ব্যাপার , তারপরই যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট প্রমাণ থাকবে , যারা সৌদি সাংবাদিক খাশোগজিকে হত্যাকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের।পম্পেও সেইন্ট লুই বেতার কেন্দ্রে গতকাল জানান যে যুক্তরাষ্ট্রের প্রশাসন এই তথ্যের ধরণটা বোঝার চেষ্টা করছে। তিনি আরও বলেন যে ঐ হত্যার সঙ্গে সম্পৃক্ত বলে আমরা এখন পর্যন্ত যাদের চিহ্নিত করতে পেরেছি , তাদের উপর নিষেধাজ্ঞা জারির বিষয়টি পর্যালোচনা করে দেখছি।
পম্পেও্ জোর দিয়েই বলেন যে যারা এই জঘন্য অপরাদের সঙ্গে যুক্ত তাদের সবার জবাবদিহিতার বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সংকল্প ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র সৌদি আরবকে বলছে তাঁর মৃতদেহ খুঁজে পেয়ে সেটা তাঁর পরিবারের কাছে হস্তান্তরিত করতে । খাশোগজির স্বজন এবং বন্ধুরা বলছেন যে তাঁর মরদেহের একটি অংশ পেলেও তাঁর ইচ্ছে অনুযায়ী , ইসলামের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনায় সেটি সমাহিত করা যেত।