বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৫০ পূর্বাহ্ন
ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা থেকে এক কেজি ৬৪৮ গ্রাম (১০ পিস) সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
আটক সেলিম মিয়া (২৩) দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
সকাল ১০টায় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে বিশেষ কায়দায় পায়ের স্যান্ডেলের ভেতর লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল ইমাম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ঢাকা থেকে দর্শনাগামী দর্শনা ডিলাক্সের একটি নৈশকোচে তল্লাশি চালিয়ে ‘বিশেষভাবে ফিটিং অবস্থায়’ পায়ের জুতা থেকে ১০টি সোনার বার জব্দ করা হয়।
আটক সোনার মূল্য ৬৩ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা জানিয়ে বিজিবি কর্মকর্তা বলেন, আটককৃত এই সোনার চালানটি মূলত ভারতে পাচারের জন্য আনা হয়েছিল।
তিনি আরও জানান, সেলিম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে ।(ইউএনবি)