মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৩৬ পূর্বাহ্ন
এশিয়ান সংবাদ আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, অনেক গ্যাংবাজ এবং খুব বদ কিছু লোক অভিবাসীদের কাফেলায় মিশে গিয়েছে, যে কাফেলা এখন ধীরে এগিয়ে আসছে উত্তরমুখো হয়ে মেক্সিকোর ভেতর দিয়ে যুক্তরাষ্ট্র অভিমুখে। এ অভিযাত্রাকে তিনি, ‘আমাদের দেশের ওপর বহিরাক্রমন’ বলে অভিহিত করেছেন। ট্রাম্প সোমবার টুইট বার্তায় লিখেছেন, ‘প্লিজ ফিরে যান, যুক্তরাষ্ট্রে আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না, আইনী প্রক্রিয়ার ভেতর দিয়ে না আসা পর্যন্ত’।
হন্ডুরাস ও গুয়াতেমালার ঐ অভিবাসীরা উত্তরমুখো হয়ে এগিয়ে আসছেন পায়ে হেঁটে, যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছাকাছি পৌঁছুতে এখনো তাঁদের বাকি রয়েছে আরো বেশ কয়েকশো কিলোমিটারের পথ অতিক্রমন।