শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৬:৩৮ পূর্বাহ্ন
এশিয়ান সংবাদ ডেস্ক : বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে একাধিক বৈঠক হলেও সঙ্কট যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা কাটছে না।এই পটভূমিতে আগামী মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ-মিয়ানমার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের এক বৈঠক হতে চলেছে। বৈঠকে মিয়ানমারের ১৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সে দেশের পররাষ্ট্র সচিব। এই প্রথমবারের মতো মিয়ানমার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সদস্যদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
রোববার বিকেলে পররাষ্ট্র দপ্তরে প্রত্যাবাসন নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রত্যাবাসনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক জানিয়েছেন, মিয়ানমারের কাছে প্রত্যাবাসনের মাঠ পর্যায়ের সর্বশেষ অবস্থা জানতে চাইবে বাংলাদেশ।
চীনের মধ্যস্থতায় একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতিও চলছে। শুক্রবার ঢাকায় চীনা স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ, চীন ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকের ব্যাপারে তিন দেশ একমত হয়েছে। অতি দ্রুত যাতে বৈঠকটি হয় সে তাগিদই দিয়েছেন চীনা মন্ত্রী।
বাংলাদেশের তরফে ৮ হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। মিয়ানমারও এই তালিকার ব্যাপারে আপত্তি করেনি। কিন্তু কি কারণে প্রত্যাবাসন শুরু হচ্ছে না তা এখনও অস্পষ্ট। যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সদ্য সমাপ্ত আসেম সম্মেলনে জানিয়েছেন, ভেরিফাইড রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ প্রস্তুত। রাখাইন প্রস্তুত হলেই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হতে পারে।