বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ০৭:৫২ পূর্বাহ্ন
ইস্তাম্বুলের নতুন এক নজরদারি ভিডিওতে একজন সৌদি এজেন্ট সাংবাদিক জামাল খাশোগজি’র পোশাক পরেছেন দেখা যাচ্ছে এবং ২রা অক্টোবর রিয়াদের কনস্যুলেট ত্যাগ করছেন। আর তা করা হয়েছে -জামাল খাশোগজি যে জীবিত অবস্থায় কূটনৈতিক চত্বর ছেড়েছেন, তা দেখানোর মধ্য দিয়ে তাঁর হত্যাকে আড়াল করার চেষ্টা হিসাবে।
এই ভিডিওটি তুরস্কের আইন-শৃঙ্খলা বাহিনীর নেওয়া এবং সোমবার সিএনএন-এ দেখানো হয়েছে।
সৌদি কর্মকর্তারা ৫৯ বছর বয়সী সৌদি সাংবাদিক খাশোগজি’র মৃত্যুর জন্য আরেকটি ব্যাখ্যা দিয়েছেন। খাশোগজি নিজে নিজে নির্বাসিত হয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন এবং সে ওয়াশিংটন পোস্টে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইয়েমেনের দ্বন্দ্বে রিয়াদের জড়িত থাকার বিষয়ে সমালোচনামূলক কলাম লিখতেন।