শনিবার, ২৮ মে ২০২২, ০৪:০৬ অপরাহ্ন
ডিবি পুলিশ ব্যারিস্টার মইনুল হোসেনকে গত রাত ১০টায় উত্তরায় জাসদ নেতা আ স ম আবদুর রবের বাসা থেকে গ্রেফতার করেছে।
ঢাকা মহানগর ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, ‘রংপুরে দায়ের করা একটি মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, ব্যারিস্টার মইনুলকে ডিবি সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। ওই মামলায় একটি গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।