শনিবার, ২৮ মে ২০২২, ০৫:০৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করবে সে মোতাবেকই বাংলাদেশের জাতিয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ।প্রধানমন্ত্রী তাঁর সদ্য সমাপ্ত সৌদি আরব সফরের ওপর সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলন এমন বক্তব্যদিয়ে বলেন নির্বাচন নিয়ে যারা সংশয় প্রকাশ করছেন তারা দেশে গনতন্ত্র অব্যাহত থাকুক তা চান না । এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা রয়েছে, কথা বলার স্বাধীনতা আছে, সাংবাদিকতার স্বাধীনতা আছে, বিচার বিভাগ স্বাধীন আছে এবং স্বাধীন। মানুষ স্বাধীনতা ভোগ করছে। এ প্রেক্ষাপটে কিছু রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন। (Actuality)। তবে কারা কারা এক হল, সেটা একটু খোঁজ নিয়ে দেখার জন্য সকলকে তিনি পরামর্শ দিয়েছেন ।
প্রধানমন্ত্রী তাঁর সৌদি আরব সফরের বিষয়ে বিস্তারিত তুলে ধরে বলেন সৌদি সরকারের সাথে রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়েছে এবং তারা এ ব্যাপারে বাংলাদেশকে সকল সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছে।