মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৫:৪৭ পূর্বাহ্ন
আফগানিস্তানে তালিবানের অব্যাহত হুমকি এমনকী আজ সকালেও তারা হুমকি দিয়েছিল যে তারা ভোট কেন্দ্রগুলোতে হামলা চালাবে , ভোটাররা বিপুল সংখ্যায় ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকেন। রাজধানী কাবুলে ভোটদাতারা এই সব হুমকি অগ্রাহ্য করেছেন ।
দেশের অন্যান্য অঞ্চলেও কর্মকর্তারা তাদের নেওয়া সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে অনেক বেশি আস্থাশীল ছিলেন। কুন্দুজে স্বাধীন নির্বাচন কমিশনের প্রধান মোহাম্মদ রসুল ওমর বলেন যে সর্বত্রই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় সাধন করে চলেছেন। তবে নির্বাচন কর্মকর্তারা বলছেন যে ঐ প্রদেশের অন্তত একটি ভোট কেন্দ্র থেকে তালিবান নির্বাচনের জিনিষপত্র চুরি করে নিয়ে গেছে এবং স্থানীয় সাংবাদিকরা ঐ প্রদেশের অন্যত্র রকেট হামলার কথা জানিয়েছেন।
সকাল সাতটায় যে ভোটগ্রহণ শুরু হবার কথা ছিল , তা সে দেশের বিভিন্ন স্থানে বিলম্বে শুরু হয় , কোন কোন স্থানে ভোট গ্রহণ কয়েক ঘন্টা পরে শুরু হয় । লাইনে দাঁড়ানো ভোটদাতারা অনেক জায়গায় উত্তেজিত হয়ে পড়েন। আজ শনিবার দুপুরে আফগান স্বরাষ্ট্র মন্ত্রক
কাবুলের বিভিন্ন স্থানে ছোট ছোট বিস্ফোরণ ঘটার কথা জানিয়েছেন । সেখানকার স্বাস্থ্য মন্ত্রক এ খবর নিশ্চিত করেছে যে এর ফলে বেশ কিছু লোক হতাহত হয়েছে , তবে ঠিক কেউ নিহত হয়েছে কীনা , সেটা জানায়নি। ঐ মন্ত্রকের মতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে হামলাকারিরা তাদের কাঙ্খিত লক্ষ্যস্থল ভোট কেন্দ্রের কাছাকাছি পৌঁছুতে পারেনি।