শনিবার, ২৮ মে ২০২২, ০৪:০৮ অপরাহ্ন
গত শুক্রবার রাজধানীর মৌচাক , বেলীরোড , হাতিরঝিল, খিলগাও , তালতলা এলাকায় প্রায় ৩৫০ জন পথশিশুদের মাঝে খাবার বিতরন করেছে “প্রথম অক্ষর ফাউন্ডেশনের’’ স্বেচ্ছাসেবিরা।
প্রতিষ্ঠাতা ডা: ইমন চৌধুরী এবং নুসরাত জাহান (লিন্ডা) জানিয়েছেন তাদের সাধ্য অনুযায়ী এই কার্যক্রম নিয়মিত চলবে।
বর্তমান তাদের ৪ টি স্কুলের পাশাপাশি তালতলায় আগামী শুক্রবার থেকে ভ্রাম্যমান ক্লাসের উদ্যোগ নিয়েছে “প্রথম অক্ষর ফাউন্ডেশন’’।