সোমবার, ২৩ মে ২০২২, ১০:৫২ অপরাহ্ন
মল্লিক মো. জামাল বরগুনা প্রতিনিধি ঃ
তালতলী উপজেলার লাউপাড়া বাজারে ব্যাটারি চালিত বোরাক গাড়ির ধাক্কায় লাউপাড়া আইডিয়াল কিন্ডার গার্ডেনের প্লে শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীর নাম লামিয়া আক্তার (০৫)তার পিতার নাম আব্দুল খালেক।
এলাকাবাসী সূত্রে জানা যায় লামিয়া আক্তার প্রতিদিনের মতো তার স্কুলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় হঠাৎ ওই বোরাক গাড়ির সামনে পড়ে আহত হয়।
মুমূর্ষ অবস্থায় বোরাক গাড়ির ড্রাইভার ইব্রাহিম মিয়া লামিয়ার স্বজনদের নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থীরা লাউপাড়া ও ফকিরহাট রাস্তা অবরোধ করে পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।