ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৭২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯৪ গ্রাম ৪১৫ পুরিয়া হেরোইন, ১০০ গ্রাম গাঁজা, ৫০ টি ইনজেকশন ও ১৫ বোতল দেশীমদ উদ্ধার করা হয়।
১৬ সেপ্টেম্বর, ২০১৮ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে।