শনিবার, ০৬ মার্চ ২০২১, ০১:২৮ পূর্বাহ্ন
এশিয়া কাপে বদলে গেল ভারতের ঠিকানা। এশিয়া কাপ খেলতে দুবাইয়ে গিয়ে বাকি দলগুলোর সঙ্গে একই হোটেলে থাকবে না ভারত। বরং, রোহিত শর্মাদের জন্য আলাদা হোটেলের ব্যবস্থা করা হল। সেই হোটেলে থাকবেন শুধু ভারতীয় ক্রিকেটাররাই।
পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং এশিয়া কাপের সময় থাকবে দুবাইয়ের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। প্রথমে ভারতের জন্যও ওই হোটেলে ঘর বুক করা হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত বুকিং বাতিল করা হয়।
নতুন করে ঘর বুক হয় দুবাইয়ের গ্র্যান্ড হায়াতে। অথচ, অন্য দলগুলো থাকবে ইন্টারকন্টিনেন্টালে। মানে, রোহিতরা বাকি দলগুলোর থেকে আলাদাই থাকছেন। ফলে, হোটেলে কোনও দেশের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের দেখা হওয়ার সম্ভাবনা নেই।