অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসা প্রদানের দাবীতে লক্ষ্মীপুরে জেলা বিএনপি পৃথক পৃথক বিক্ষোভ ও সমাবেশ কর্মসুচি পালন করেছে। আজ শনিবার (৯ সেপ্টম্বর) সকালে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসভবনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূইয়া, জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক নিজাম উদ্দিন ভূইয়া, সদর বিএনপি সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
অপরদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুর বাসভবনে একই দাবীতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ছায়েদুর রহমান ছুট্টু, জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাছিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সদর যুবদলের সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন, পৌর যুবদলের সৌরভ হোসেন ভুলু।
পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচিতে জেলা-উপজেলা বিএনপি-যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।