অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ বেলাল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের পশ্চিম বশিকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বেলাল একই এলাকার মো. সেলিম এর ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও সে শীর্ষ সন্ত্রাসী ও স্থানীয় চাদাঁবাজ বলে ডিবি পুলিশ জানায়।
জেলা গোয়েন্দা শাখা’র পুলিশ পরিদশর্ক (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বশিকপুর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী বেলালকে গ্রেফতার করা হয়। পর তার স্বীকারোক্তি অনুযায়ী তার ঘরের ছালের ভিতর থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এঘটনায় তাকে থানায় হস্তান্তর করা হয়েছে ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।