ঠাকুরগাঁও প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিক গৌতম চন্দ্র বর্মণকে হত্যার হুমকি দেয়ার পরে গতকাল সন্ধ্যা ৭ টায় গৌতম চন্দ্র বর্মন সাংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে রুহিয়া থানার বৈরাগীহাট এলাকায় রিপন অধিকারীর নেতৃত্বে কেশব অধিকারী ও অজ্ঞাত দশ থেকে বার জন সন্ত্রাসী দেশীয় অস্র দিয়ে গৌতম চন্দ্রের উপর হামলা চালায়। এ সময় গৌতম চন্দ্র গুরুতর আহত হয়ে পরে থাকলে স্থানীয়রা উদ্ধার করে তাকে রুহিয়া থানায় নিয়ে যান পরে তার অবস্থা গুরুতর দেখে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করান। উল্লেখ্য গৌতম চন্দ্র বর্মন হামলায় পরিকল্পনা জানতে পেরে গত মঙ্গলবার রুহিয়া থানায় অবহিত করেছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত গৌতম চন্দ্র বর্মণ নিজে বাদী হয়ে রিপন অধিকারী,কেশব অধিকারীর উভয়ের পিতা বিমল অধিকারী ও অজ্ঞাত দশ থেকে বারো জনের বিরুদ্ধে রুহিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।