মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৬:৫০ পূর্বাহ্ন
দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সঙ্গী জাবির সিদ্দিকী ওরফে জাবির মোতিকে আটক করল লন্ডন পুলিশ। মোতির বিরুদ্ধে পদক্ষেপ দিল্লির পক্ষে বড় সাফল্য বলে মনে করছেন কূটনীতিকেরা।
মুম্বই হামলার অন্যতম মূল চক্রী দাউদ ইব্রাহিমের সাম্রাজ্য ভাঙতে দীর্ঘদিন ধরেই দৌত্য চালাচ্ছে ভারত। দিল্লির দাবি, দাউদ ও তার পরিবার করাচিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের আশ্রয়ে রয়েছে। কিন্তু নানা দেশে সহযোগীদের মাধ্যমে সাম্রাজ্য চালায় সে। সম্প্রতি দাউদকে ধাক্কা দেওয়ার বিষয়ে কিছুটা সাফল্য পেয়েছে দিল্লি। দাউদ গোষ্ঠীর কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সংযুক্ত আরব আমিরশাহি। দাউদের একাধিক ঘনিষ্ঠ সঙ্গীকেও আরব দেশগুলি থেকে ফেরত আনা গিয়েছে