শুক্রবার, ১২ অগাস্ট ২০২২, ১১:১১ অপরাহ্ন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমানসহ পরিবারের পাঁচ সদস্য। আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে তারা পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন।
এর আগে গত বৃহস্পতিবার তারা খালেদা জিয়ার সঙ্গে দেখার করার অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। দুই দিন পর আজ শনিবার তারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি পেলেন।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যাওয়া পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান, বিএনপির চেয়ারপারসনের বোন সেলিমা রহমান, ভাগ্নে ড. মামুন ও আরাফাত রহমান কোকোর ছোট মেয়ে জাহিয়া রহমান।
এর আগে গত ৩ আগস্ট পরিবারের সদস্যরা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এর ১৫ দিন পর আজ আবার তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন পরিবারের সদস্যরা।