ঠাকুরগাঁও প্রতিনিধি:সবসময় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছে এমন মানুষ খুঁজলে হয়তো পাওয়া যাবে না। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে যুবনেতা কুরবান সরকার লিয়ন
বড়দেশ্বরী হাট অটো বাইক মালিক সমিতির রোড় সাধারন সম্পাদক
ও যুবলীগ নেতা হলেও পাশাপাশি অসহায় দরিদ্র, অবহেলিত, শিক্ষা বঞ্চিত শিশু, ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোই তার নেশা হয়ে দাড়িয়েছে। অগাদ ভালোবাসায় জড়িয়ে যান নিজ এলাকা সহ অনেক এলাকায় অসহায় মানুষদের সঙ্গে।
প্রতিবছর ঈদে অসহায় গরীব মানুষদের নিজ সাধ্য অনুযায়ি সহযোগিতা করে যাচ্ছেন লিয়ন
স্থানীয় তর্থ্য সূত্রে জানা যায় ওই ইউনিয়নে
ধনবান এবং টাকার বিছানায় শুয়ে বেড়ে ওঠা মানুষ থাকলেও, গরীবকে ভালোবেসে বুকে টেনে নেওয়ার মতো মানুষ কিন্তু হাতে গোনা। আর সেই সব হাতে গোনা মানুষের মধ্যে তিনিও একজন।
ঠাকুরগাঁও জেলার ৪নং বড়গা ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের কাছে তিনি ভরসাস্থল বলে মনে করেন অসহায় মানুষেরা। তাদের বিপদে আপদে সব সময় তার অবস্থান থাকে সবার আগে।
অনেক অসহায় দরিদ্র মানুষরা যখন দু’বেলা দু’মুঠো ভাত জোগাতে হিমশিম খান, তখন তাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করা যেন তাদের কাছে অভিসাপ। ঠিক তখন ওই সব শিক্ষার্থীদের শিক্ষার খরচ বহনের হাত বাড়িয়ে দেন এই মানুষটি।
সম্প্রতি অসহায় বৃদ্ধ খড়িবাড়ির হাজিপাড়ার মাহমুদ আলী এর পাশে দাঁড়ান কুরবান সরকার লিয়ন , তিনি তাকে হুইল চেয়ার তুলে দেন।
আর এসব কাজে শুধু অসহায় দরিদ্র মানুষের কাছেই তিনি প্রিয় নন, জেলার অনেক নেতৃবৃন্দের মনে ভালবাসার স্থান জয় করেছেন