রবিবার, ২৬ Jun ২০২২, ০৭:৫৬ অপরাহ্ন
৫,৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ওই নারীর নাম সেতারা বেগম (৩০)। তার বাড়ি কক্সবাজার জেলায়।
চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ সূত্রে জানানো হয়, ১৩ আগস্ট ২০১৮ দিবাগত রাত ০২.৫৫ টায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজার পুরাতন ব্রীজঘাট সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষের অফিসের পূর্ব পার্শ্বের রাস্তার উপর থেকে ওই বিপুল পরিমান ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
ওই নারী শুটকির প্যাকেটের ভিতর অভিনব ও বিশেষ কায়দায় ইয়াবা বহন করছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে কোতোয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।