রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৩:০১ পূর্বাহ্ন
দ্বিতীয় টেস্টে ভারতকে এক ইনিংস আর ১৫৯ রানে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে আয়োজক দেশ এগিয়ে গিয়েছে ২-০তে। রবিবার লর্ডসে মুখ থুবরে পড়েছে ভারতীয় দলের সব গর্ব। ভাল-মন্দ মিলিয়ে রেকর্ডও হয়েছে একাধিক। ইংল্যান্ড যেখানে ভারতকে নাস্তানাবুদ করে হারিয়েছে সেখানে ১৯৭৪-এর পর এ ভাবে প্রথম হার ভারতের লর্ডসের মাটিতে। আর এর মধ্যেই কিছু না করে পুরো ম্যাচ মাঠে থেকে গিয়েছেন একজন। সেটাই রেকর্ড। আর সেই রেকর্ডে নাম লিখিয়ে ফেললেন ইংল্যান্ডের আদিল রশিদ।
ইংল্যান্ড অধিনায়ক জো রুট তাঁকে বোলিংয়ে ব্যবহার করেননি। একটিও বল করেননি আদিল রশিদ। শুধু তাই নয়, আদিল বিশ্ব ক্রিকেটে ১৩তম ক্রিকেটার এবং গত ১৩ বছরে প্রথম ব্রিটিশ যিনি পুরো একটা টেস্ট ম্যাচে বোলিং, ব্যাটিং তো করলেনই না সঙ্গে তাঁর হাতে ধরা পড়লেন না কেউ, মানে ক্যাচ নিলেন না একটিও। এবং তার হাত থেকে একজনও রান আউটও হলেন না। ফিল্ডিংয়েও তিনি বিশেষ নড়াচড়া করলেন না।