গৌতম ঠাকুরগাঁও প্রতিনিধি: পানির অপর নাম জীবন। অথচ বহুমুখী দূষণে সেই পানিই মানুষের মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এ পরিস্থিতি আরও ভয়াবহ।
বিশুদ্ধ পানি পান করুন স্বাস্থ্য সুরক্ষা রাখুন এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশে ২০১০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্যসেবার পাশাপাশি নিরাপদ পানি ব্যবহার নিশ্চিত করণের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা পরিষদের অর্থায়নে মহিলা সদস্য আসন নং (৪) হোসনে আরা’র সৌজন্যে ২০১৭–১৮ অর্থবছরে ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিমাঞ্চলের দুস্থ মহিলাদের মাঝে ১৭টি নলকুপ বিতরণের আয়োজন করা হয়।
জেলা পরিষদের ৪ নং আসনের মহিলা সদস্য হোসনে আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুহিয়া প্রেসক্লাবের সভাপতি ও ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য আমিনুল ইসলাম , ডেইলি সান পত্রিকার জেলা প্রতিনিধি নূরে আলম শাহ, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের অফিস সহকারি রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। পরে অতিথিবৃন্দ দুস্থ মহিলাদের মাঝি প্রত্যেককে একটি নলকূপ করে তুলে দেন।