বুধবার, ২৯ Jun ২০২২, ০৩:২৮ পূর্বাহ্ন
আফগানিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলের গাজনি শহরের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে সংঘর্ষের আজ তৃতীয় দিন। ওদিকে পরস্পর বিরোধী দাবী শোনা যাচ্ছে যে কারা প্রধান স্থাপনাগুলো নিয়ন্ত্রণ করছে সরকার না তালেবান?
আফগান সেনা বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ শারিফ ইয়াফতালি রবিবার কাবুলে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন ওই শহর থেকে তালেবান যোদ্ধাদের বহিস্কার করার জন্য তাঁর বাহিনী পাল্টা দমন অভিযান চালাচ্ছে।
ইয়াফতালি বলেন আফগান নিরাপত্তা বাহিনী গাজনিতে গুরুত্বপূর্ণ অবস্থানগুলো যেমন প্রাদেশিক গভর্নরের দফতর, পুলিশ সদর কার্যালয়, প্রধান কারাগার এবং আফগান গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রণ করছে।
গাজনি দখল করার লক্ষ্যে শুক্রবার তালেবান বহু দিক থেকে ব্যাপক আক্রমণ চালায়।
আফগানিস্তানের দক্ষিণ ও উত্তরাঞ্চলের প্রদেশগুলোর মধ্যে যে মহাসড়কটি সংযোগ স্থাপন করে, গাজনি তারই উপর অবস্থিত।