রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৭:২১ পূর্বাহ্ন
আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ খেলায়। গত বছর ঢাকায় অনুষ্ঠিত মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ।এবছর দ্বিতীয় আসরের খেলাটি হচ্ছে ভুটানে। নেপালের বিরুদ্ধে খেলাটি শুরু হবে সন্ধ্যা ৭টার ।
নেপাল এবং বাংলাদেশ এরই মধ্যে সেমিফাইনালে উঠা নিশ্চিত করেছে। কারণ ভুটানে অনুষ্ঠানরত মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে (অনূর্ধ্ব-১৫) নিজেদের গ্রুপের প্রথম খেলায় বি গ্রুপে বাংলাদেশ ১৪-০ গোলে পাকিস্তানকে হারিয়ে সেমির পথে অনেকটা এগিয়ে ছিল। গ্রুপের দ্বিতীয় খেলায় নেপাল ৪-০ গোলে পাকিস্তানকে হারানোর কারণে পাকিস্তান টুর্নামেন্ট হতে বিদায় নিয়েছে আর নেপাল জয় পাওয়ায় সেমিফাইনালে উঠে গেছে। বাংলাদেশও সেমিফাইনালের টিকিট পেয়ে যায়।
কাগজে-কলমে আজ ভুটানের থিম্পুর মাঠে বাংলাদেশ এবং নেপালের লড়াইটা হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। বাংলাদেশের পরিষ্কার জবাব গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। কোনো ম্যাচ হারা চলবে না। নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা আগেও জিতেছে। এবারও জয় নিয়ে মাঠ ছাড়বে এমন কথা বলা হলেও ফুটবলররা আজ নেপালকে নিয়ে খুব সিরিয়াস। তারা পাকিস্তানকে ১৪ গোলে হারালেও সেই জয়ের কথা ভুলে গিয়েছে।