শনিবার, ২৮ মে ২০২২, ০৪:৫৩ অপরাহ্ন
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচনী এজেন্ডা নিয়ে স্বচ্ছ মনে আলোচনায় বসতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন ।
বিএনপি নেতা বলেন, ‘বিএনপির সুনির্দিষ্ট দাবি আছে, সেই দাবিগুলোকে তো বিবেচনায় নিতে হবে। আর শূন্য হাতে শূন্য টেবিলে তো আলোচনা হয় না। স্বচ্ছ মন নিয়ে আলোচনার জন্য আসুন, আমার মনে হয়, একটা অবাধ, সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে।’
‘এবং নিশ্চয়ই জাতীয়তাবাদী শক্তির প্রতীক, তিনি (খালেদা জিয়া) নির্দোষ, তাঁকে আটকে রেখে আপনারা জোর করে কোনোকিছু করতে যাবেন, নির্বাচন করতে যাবেন, সেটি হবে না’, যোগ করেন রিজভী।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের এসব কথা বলেন বিএনপির এই নেতা। তিনি আরো বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিএনপি সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।
এ সময় নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের বিষয়ে শহিদুল আলমের দেওয়া বক্তব্যকে জনগণের ভাষা উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘পুলিশ হেফাজতে শহিদুল আলমের শারীরিক নির্যাতনের পক্ষে কথা বলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা উচ্চ আদালতের দেওয়া রায় ও সংবিধানকে অবমাননা করেছেন।