গৌতম চন্দ্র বর্মন ঠাকুরগাঁও প্রতিনিধি : ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক কমিটির উদ্যোগে এক প্রস্তুুতি সভা শুক্রবার বিকালে পাটিয়াডাঙ্গীতে এ প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস সফলভাবে পালন করার লক্ষে আলোচনা সভার আয়োজন করেন স্থানীয় নেতাকর্মীরা।
১৪ নং রাজাগাঁও ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক এম এ আজাদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জেলাপরিষদের সদস্য নৃপেন্দ্রনাথ ঝাঁ।
আরও উপস্থিত ছিলেন, ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম , ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলদার ,সুভাষ চন্দ্র বর্মন,উজ্জল চন্দ্র রায় সহ অন্যান্য নেত্রীবৃন্দ।