মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৪:৫৮ পূর্বাহ্ন
বোরহানউদ্দিন প্রতিনিধি (ভোলা) ঃ ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ মন্ত্রিপরিষদে অনুমোদন হওয়ায় ভোলা বোরহানউদ্দিনে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বণাঢ্য একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালিতে বোরহানউদ্দিন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আ: কুদদূস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.এফ.এম নাজমুস সালেহীন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস, আব্দুল জব্বার কলেজের প্রভাষক মো: আ: হালিম ও গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: বশির উল্ল্যাহ প্রমূখ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।