বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ০৮:৩৭ পূর্বাহ্ন
এস.এম. সাইফুল ইসলাম কবির, ভ্রাম্যমান প্রতিনিধি বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবক আটক করেছে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে কুঠিবাড়ি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা হালিম তালুকদার(৩৫) ও গজালিয়া গ্রামের সুমন খলিফা(১৮) আটক করা হয়।
থানা পুলিশ হালিম ও সুমনের নিকট থেকে ২শ’ ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার ওই যুবকদেরকে বাগেরহাট কোর্টে সোপর্দ করেছে পুলিশ।