মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৬:০১ পূর্বাহ্ন
মহসিন খান হিমেল, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে ইয়াবা ট্যাবলেট কেনা বেচার দায়ে সোহাগ শেখ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় বছরের কারাদন্ড দিয়েছেন আদালাত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়। এছাড়া গাঁজা কেনা বেচার দায়ে তাকে আরও ছয় মাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (০৭ আগস্ট) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত সোহাগ শেখ নাজিরপুর উপজেলার পাতিলাখালী গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৮ ডিসেম্বর দুপুরে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামে চালিয়ে সোহাগ শেখকে গ্রেফতার করে। এরপর সোহাগের শরীর তল্লাসি করে ২০০টি ইয়াবা ট্যাবরৈট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় নাজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম বাদী হয়ে সোহাগ শেখের বিরুদ্ধে স্থানীয় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
২০১৮ সালের ৯ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা নাজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সোহাগ শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন। আসামি পক্ষে ছিলেন বাহাদুর হোসেন।